১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিএসএলে লিটন-রিশাদের দ্বিগুণ আয় করবেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ। এই ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এর মধ্যে পেশোয়ার জালমিতে খেলবেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা।

আর উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং রিশাদ হোসেন খেলবেন যথাক্রমে করাচি কিংস ও লাহোর কালান্দার্সে।
বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে পিএসএলে এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি লিগে দল পাওয়া এই ক্রিকেটারের নাম উঠেছিল ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি।

অন্যদিকে লিটন দাস এবং রিশাদ হোসেন–দুজনই ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা আয় করবেন ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

নাহিদ-লিটনরা দল পেলেও পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরা প্রথম ডাকে দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখায়নি। তারা দুজনই প্লাটিনাম ক্যাটাগরির অংশ। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া এক কোটি টাকার মতো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ