৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড়ে পানির ঝর্ণাধারার বদলে আগুনের ঝর্ণাধারা

পাহাড়ের উঁচু থেকে নেমে আসছে আগুনের ঝর্ণাধারা। সেটি দেখতে পার্কে এসে ভিড় করছেন অসংখ্য পর্যটক। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমিটি জাতীয় উদ্যানের দৃশ্য এটি।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর ফেব্রুয়ারি মাসেই এই পার্কে এই আগুনের ঝর্ণাটি দেখা যায়। প্রকৃতপক্ষে এটি এল ক্যাপিতান পর্বত থেকে বেরিয়ে আসা সাধারণ পানিরই একটি ঝর্ণা। কিন্তু ফেব্রুয়ারি মাসে অস্তগামী সূর্যের আলো বিশেষ কোণ থেকে পড়ার কারণে এটিকে আগুনের ঝর্ণার মতো দেখা যায়। যদিও ঝর্ণায় পানির পরিমাণ আর মেঘের আনাগোনার উপর দৃশ্যটির ফুটে ওঠা না ওঠার বিষয়টি নির্ভর করে।

কর্তৃপক্ষ বলছে, অস্তগামী সূর্যের আলো বিশেষ কোণ থেকে ঝর্ণার উপর পড়ার কারণেই এমন দৃশ্যের তৈরি হয়।

তবে কারণ যাই হোক, এই আগুনের মতো দেখতে ঝর্ণার জন্য পার্কে ভিড় জমাচ্ছেন অনেক দর্শক। তাদের অনেকে ঝর্ণার ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ারও করছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ