ইউসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি), আর্থনিউজ২৪: পার্বত্যাঞ্চলকে কৃষি প্রধান অঞ্চল হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানা প্রদক্ষেপ গ্রহন করেছে, আর তা বাস্তবায়নে প্রত্যন্ত জনপদে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ। খাগড়াছড়িতে ২দিনের সরকারি সফরে এসে সকালে জেলার গুইমারাতে “গ্রীন টার্চ এগ্রো ফার্ম” পরিদর্শন কালে হাফছড়িতে কৃষকদের নিয়ে আয়োজিত মাঠ দিবসের কৃষক সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক যুগল পদ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ হামিদুর রহমান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন, পার্বত্য কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক এ.কে.এম হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
এছাড়া বাগানের মালিক শাহাজ উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রান্তিক কৃষকগন সমাবেশে উপস্থিত ছিলেন।