[english_date]

পার্কিং লটে আচমকাই ঢুকে পড়ল রহস্যজনক গাড়ি

পেন্টাগনের দক্ষিণদিকের পার্কিং লটে আচমকাই ঢুকে পড়ল একটি রহস্যজনক গাড়ি। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। গাড়িটির দরজার বাইরে ঝুলছিল একটি ছেঁড়া তার।

পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা বারবার সতর্ক করলেও কোনও উত্তর আসছিল না গাড়ির ভিতর থেকে। অবশেষে গাড়িটি ঘিরে ফেলে চালক-সহ তিন আরোহীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বম্ব স্কোয়াড ও বোমা নিস্ক্রিয়কারী রোবট।

পেন্টাগন ফোর্স প্রোটেকশন এক বিবৃতি দিয়ে জানায়, গাড়ির তিন আরোহীকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গাড়ির চালক সম্ভবত মাদক নিয়ে বেহুঁশ হয়ে চালাচ্ছিলেন। গাড়িতে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ