সিলেটের পারিবারিক অনুষ্ঠানে খাবার খেয়ে দুই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
খাবারে কিছু মেশানো হয়েছিল বলে স্বজনরা সন্দেহ করলেও চিকিৎসকরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার বিধুর কান্তি সাহা জানান, রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তারা। পেটের পীড়াসহ বিষক্রিয়ার লক্ষণ ছিল। তবে খাবারে কিছু মেশানো হয়েছিল কি না- তা পরীক্ষা না করে বলা যাবে না।
অসুস্থদের অধিকাংশই নগরীর বালুচর এলাকার জমির উদ্দিনের (৭০) পরিবারের সদস্য বলে জানা গেছে।
তার ভাতিজা মাহমুদুল হাসান জানান, পারিবারিক অনুষ্ঠান থাকায় পাশের বাড়ির কয়েকজনও রাতে খেতে এসেছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৪