৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার

পাবনায় মিজান (১২) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার চর সাধুপাড়া সুইসগেইট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিজান চর সাধুপাড়া গ্রামের হারুন প্রামাণিকের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের পারিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে শিশু মিজানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে চর সাধুপাড়া সুইসগেইট এলাকায় এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করে। পরে স্বজনরা এসে লাশটি শিশু মিজানের বলে শনাক্ত করেন।

সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারা কী কারণে শিশু মিজানকে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে পারিবারিক কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ