১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পান খেলে মাথা দিয়ে ধোঁয়া বের হয় রব্বানীর

শীতকালে মানুষের মুখ দিয়ে ধোঁয়া বের হওয়া এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু মাথা দিয়ে ধোঁয়া বের হওয়া অস্বাভাবিক একটা বিষয়। তবে নাটোরের বাগাতিপাড়ার চকগাজীপুর এলাকার ৪৫ বছর বয়সী গোলাম রব্বানী কাঁচা সুপারি দিয়ে পান খেলেই মাথা দিয়ে অনবরত ধোঁয়া বের হয়। এ কারণে এলাকার মানুষের কাছে তিনি ‘ধোঁয়া মানব’ নামে পরিচিত।

গোলাম রব্বানী জানান, তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। অনেক দিন থেকেই কাঁচা সুপারি দিয়ে খিলি পান খান। ওই পান খাওয়ার সময় তিনি প্রচণ্ড শীতেও ঘেমে যান। কিন্তু গত সাত বছর থেকে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়াও উঠতে শুরু করে। আবার পান খাওয়া শেষ হলে ধোঁয়া ওঠাও বন্ধ হয়ে যায়। শীতকালে ঘটনাটি বেশি হয়।

তিনি বলেন, আট বছর আগে থেকে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়াও উঠতে শুরু হয়। ১৩ বছর ধরে নিয়মিত কাঁচা সুপারি দিয়ে তিনি খিলি পান খান। পান খাওয়ার পর পুরো শরীর ঘেমে মাথা দিয়ে ধোঁয়া ওঠতে শুরু করে। আবার পান খাওয়া শেষ হলে তা বন্ধ হয়ে যায়।

শুধু শীত শীতকালে নয় গরমকালেও এমন ধোঁয়া ওঠে বলে জানান রব্বানি।

স্থানীয় কাদের মোল্লা বলেন, রব্বানি কাঁচা সুপারি দিয়ে পান খেলেই মাথার টাক দিয়ে ধোঁয়া ওঠতে থাকে। এ দৃশ্য দেখার জন্য প্রতিদিন তার বাড়িতে মানুষ ভিড় করে। অনেক আনন্দ পান। তিনিও তাদের সঙ্গে আড্ডা গল্পে মেতে উঠেন।

এ দৃশ্য দেখতে আসা রায়হান হোসেন বলেন, ফেসবুকে এমন দৃশ্য দেখতে পেয়ে তাই সরাসরি দেখতে এসেছি। সত্যিই অবাক করা ঘটনা। পান খেলেই রব্বানী ভাইয়ের মাথা দিয়ে ধোঁয়া ওঠতেই থাকে। এমন দৃশ্য কখনো দেখিনি। শুধু আমি নয়, অনেকে তার এ দৃশ্য দেখতে ভিড় করছেন। তিনি পান খাচ্ছেন আর মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। পান খাওয়া শেষ হলেই ধোঁয়া বন্ধ হয়ে যাচ্ছে।

নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলেন, কাঁচা সুপারি দিয়ে পান খেলে মানুষের শরীরে দ্রুত তাপমাত্রা বেড়ে যায়। তখন মাথা দিয়ে ধোঁয়ার মতো বাষ্প বের হয়। তবে ধোঁয়া বের হওয়ার কারণ পরীক্ষা-নিরীক্ষার পর সঠিকভাবে বলা যাবে। কী কারণে ধোঁয়া বের হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ