৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঞ্জাবে বোমা হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত-৯

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে শক্তিশালী বোমা হামলায় প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শুজা খানজাদারসহ অন্তত ৯ জন নিহত হয়েছে।

দ্য ডন জানায়, রোববার সকালে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত শুজা খানজাদার দলীয় কার্যালয়ে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এতে ভবনটি ছাদ ধসে পড়ে। পার্শ্ববর্তী বাড়িঘরে জানালার কাঁচ ভেঙে যায়।

বিস্ফোরণের পর দপ্তরের ভিতর থেতে স্বরাষ্ট্রমন্ত্রী  শুজা খানজাদার লাশও উদ্ধার করা হয়। ভবনটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০ থেকে ২৫ জন আটকা পড়ে আছে বলে জানিয়েছে দ্য ডন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

২০১৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব নেন শুজা খানজাদা। এরপর থেকেই জঙ্গি দমনে বড় ধরনের অভিযান শুরু করেন তিনি।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ