৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাক বিমান হামলায় নিহত ১৮ তালিবানি জঙ্গি

পাক বিমান হামলায় খতম হয়েছে ১৮ জন তালিবানি জঙ্গি। বুধবার পাকিস্তান সরকার তরফে এমনটাই দাবি করা হয়েছে। উত্তর পশ্চিম অঞ্চলে আফগান সীমান্ত লাগোয়া সাওয়াল অঞ্চলে এই বিমান হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে পাক গোয়েন্দা সূত্রে খবর ছিল যে ওই অঞ্চলে তালিবান জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তাদেরই খতম করতে মঙ্গলবার রাত থেকে হামলা চালাতে শুরু করে সেনা।

উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুসিত অঞ্চলের আগে গত একমাসে প্রায় ৫০ জন তালিবান জঙ্গিকে খতম করা হয়েছে বলে পাক সেনা সূত্রে দাবি করা হচ্ছে। একই সঙ্গে সেনার দাবি, গতকাল রাতের হামলায় একজন উচ্চ পর্যায়ের তালিবান জঙ্গিও খতম হয়েছে।

নিজের মাতৃভূমি থেকে জন্ম নেওয়া ইসলামিক জঙ্গি গোষ্ঠী তালিবানের বিরুদ্ধে গত দু’দশকের বেশি সময় ধরে লড়াই চালাচ্ছে। গত কয়েকমাসে প্রায় ২৮০০ জন তালিবান জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন পাক প্রশাসনের আধিকারিকরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ