পাকিস্তানে জঙ্গি হামলা। শুক্রবার সকালে পাকিস্তানের পেশোয়ার শহরের উত্তর-পশ্চিম অংশের একটি পাক সেনার বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন ৭-১০ জনের একটি জঙ্গি বাহিনী। পাকিস্থান সেনা সূত্রে মনে করা হচ্ছে, গত কয়েকসপ্তাহে এটিই সবচাইতে বড় জঙ্গি হানার ঘটনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছেছে কুইক রি-অ্যাকশন ফোর্স বা কিউআরএফ বাহিনী। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত আটজন জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন অফিসার সহ মোট ১০ জন পাক সেনা।
মেজর জেনারেল অসীম বাজওয়া জানিয়েছেন, “জঙ্গিরা সকালের দিকে পেশোয়ার শহরের একটি পাক সেনার বিমান ঘাঁটিতে হামলা করে। বাদাবের বিমানঘাঁটিতে ঢুকতে চেষ্টা করছিল তারা। তিন জঙ্গিকে খতম করা গিয়েছে।” বাকি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে বলেও জানিয়েছেন বাজওয়া। জঙ্গিরা নিরাপত্তারক্ষীর ঘরে লুকিয়ে রয়েছে বলে খবর।
ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালিবান।