১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানে ৯৭ জন আল-কায়েদা ও লস্কর ই জানভি জঙ্গিকে গ্রেফতার

পাকিস্তানে ৯৭ জন আল-কায়েদা ও লস্কর ই জানভি জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার সেনাবাহিনী জানায়, জঙ্গিরা করাচি কারাগারে হামলা চালিয়ে অন্য জঙ্গিকে উদ্ধারের পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন কমান্ডারও আছে বলে জানায়।

পাকিস্তানের বিমান ঘাটি ও করাচি বিমানবন্দরে হামলার অভিযুক্ত এসব জঙ্গি। দেশটির সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অসিম বাজওয়া বলেন, ‘আমরা ধারণা করছি সবগুলো জঙ্গি সংগঠন একে অন্যের সহযোগিতা করছে কারণ তারা বড় কোনো হামলা চালাতে চায়।’

তবে এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জনিয়েছেন তিনি। জঙ্গিরা ছয়টি আত্মঘাতী হামলা চালিয়ে অন্য জঙ্গিদের কারামুক্ত করতো। মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যাকারী জঙ্গি শেখকে উদ্ধার করাই তাদের মূল উদ্দেশ্য বলে ধারণা করছে সেনাবাহিনী।

পরিকল্পনার ৯০ শতাংশই শেষ হয়েছিল বলে দাবি করেন বাজওয়া।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ