
পাকিস্তানে এই প্রথমবার হিন্দুদের রেজিস্ট্রি বিয়েকে আইনগত বৈধতা দেওয়া হল। সোমবার পাকিস্তানের সিন্ধ বিধানসভায় আনুষ্ঠানিক ভাবে পাশ হল হিন্দু বিবাহ বিল। পুরো পাকিস্তানের মধ্যে একমাত্র সিন্ধ প্রদেশই সংখ্যালঘু হিন্দুদের বিয়ে রেজিস্ট্রি করার আইনি অধিকার দিল।
সসংদীয় মন্ত্রী নিসার খুহরো জানান, পাকিস্তান তৈরি হওয়ার পর এই প্রথম এ ধরনের কোনও আইন পাশ হল। যে সিন্ধ বিধানসভা এই আইনটি পাশ করেছে, সেই প্রদেশে হিন্দুরাই সংখ্যাগুরু।
পাকিস্তানের জাতীয় সংসদীয় প্যানেল গত সপ্তাহেই হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি সংক্রান্ত খসড়ার অনুমোদন দেয়। ফলে, রেজিস্ট্রি ম্যারেজের পাশাপাশি হিন্দুদের এবার আইনি ভাবে বিবাহবিচ্ছেদ করতে হবে। এই বিলে ন্যূনতম ১৮ বছর বয়সে বিয়ের অধিকার দেওয়া হয়েছে। বিলে উল্লেখ করা হয়, পাত্র ও পাত্রী দু-জনের সম্মতি থাকলে, তবেই রেজিস্ট্রি করা যাবে। সেসময় কমপক্ষে দু-জন সাক্ষীর উপস্থিত থাকা বাধ্যতামূলক।