মঙ্গলবার পাকিস্তানে সরকারি অফিসে বোমা হামলা নিহত ২১। খাইবার পাখতুনওয়া প্রদেশের একটি সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন। ঘটনায় আরো অন্তত ৫৬ জন আহত হয়েছেন বলে পাকিস্তানের গণমাধ্যমগুলো সূত্রে জানা গেছে।
প্রদেশটির মার্দান শহরে জাতীয় ডাটাবেজ ও রেজিস্ট্রেশন অফিসে এই হামলার ঘটনা ঘটে। এসময় অফিসটিতে বহু মানুষ উপস্থিত ছিলেন। সেখানে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন কাজ চলছিল।
পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের ‘জামাতুল আহরার’ গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। ভারত সংলগ্ন ওয়াগাহ সীমান্তে প্রাণঘাতী হামলা চালিয়েছিল এই গ্রুপটি। ২০১৪ সালের নভেম্বরের ওই হামলায় ৬০ জন নিহত হয়েছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : 127
























