[english_date]

পাকিস্তানে যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ: আহত ১০

পাকিস্তানে বেসরকারি বিমান সংস্থার একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করতে গেলে ল্যান্ডিং গিয়ারের চাকা বিস্ফোরিত হয়ে রান ওয়ে থেকে ছিটকে বাইরে পড়ে। । এতে ১০ যাত্রী আহত হয়েছে। খবর ডন নিউজের।

আহতদের জরুরি চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বিমানের কোনও যাত্রী গুরুতর আহত হয়নি।

শাহীন এয়ার নামের ওই বিমান করাচী থেকে লাহোরে আসছিল। বিমানে ১০০’র মত যাত্রী ছিল। মঙ্গলবার সকালে বিমানটি লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতরণ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে ১০ যাত্রী আহত হয়।

বিমানের পাইলট আগেই বিমানবন্দরের উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে বলেছিলেন। সে অনুসারে আগুন নেভানোর জন্য দমকলের গাড়ি ঘটনাস্থলে যাবার প্রস্তুতি নিয়ে সেখানে মোতায়েন ছিল।

খবর বলা হয় বিমানটি করাচী থেকে উড়ার পরই এর মেকানিকাল সমস্যা ধরা পড়ে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ