১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানে ট্রেনে বোমা বিস্ফোরণে নিহত ৪

রবিবার দুপুরে পাকিস্তানের বালুচিস্তানের দস্ত এলাকায় রেললাইনে বোমা বিস্ফোরণে নিহত হয় ৪ যাত্রী ।  পাক সরকারের এক পদস্থ আধিকারিক শফকত আনোয়ার জানান, দস্তু এলাকায় জাফর এক্সপ্রেসটি ঢোকার সময়ই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে জাফর এক্সপ্রেসটি বেলাইন হয়ে যায় এবং যাত্রীবোঝাই একটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বগির ৩ যাত্রীর। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন রেলযাত্রী সহ কয়েকজন রেলকর্মীও। এই বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে, রেললাইনে কে বা কারা বোমাটি রাখল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান শফকত আনোয়ার।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বালুচিস্তানের কোয়েতা থেকে পঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটিতে প্রায় ৬৫০ যাত্রী ছিলেন। বালুচিস্তানের দস্ত এলাকায় রেললাইনের উপর একটি বোমা রাখা ছিল। যাত্রীবোঝাই জাফর এক্সপ্রসটি দস্ত এলাকায় প্রবেশ করতেই ট্রেনের চাপে লাইনে রাখা বোমাটি সশব্দে ফেটে যায়। সঙ্গে সঙ্গে বেলাইন হয়ে যায় জাফর এক্সপ্রেস এবং এই এক্সপ্রেসের একটি বগি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে এক পদস্থ আধিকারিক আনোয়ার সামনো জানান, দস্ত এলাকায় রেললাইনের উপর আইইডি বিস্ফোরক রাখা ছিল। তবে কারা এই বিস্ফোরক রাখা ছিল, তা জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ