২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানে কমেছে সন্ত্রাসবাদী হামলা

পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ৭০ শতাংশ কমে গিয়েছে৷দেশের রেস্তোরাঁ, বিপণি এবং পর্যটন কেন্দ্রগুলা আবার চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে৷মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনই দাবি করা হল৷

গত নয় মাসে পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা প্রায় ৭০ শতাংশ কমেছে৷ পাক সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে এই খবরটি প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট৷ ওই প্রতিবেদন অনুযায়ী,  চলতি বছরের প্রথম আট মাসে পাকিস্তানে হিংসায় মৃত্যু হয়েছে ৬৮০ জন সাধারণ নাগরিকের৷ গত বছর একই সময়ে মৃত্যু হয়েছিল ১১৯৪ জন এবং ২০১৩ সালে মৃত্যু হয়েছিল ২২৪৬ জনের৷

খবরে আরও বলা হয়েছে, উপজাতি অধ্যুষিত এলাকা এবং করাচিতে পাক বাহিনীর সামরিক অভিযানও জঙ্গি হানার ঘটনা অনেক কমিয়ে দিয়েছে৷ কমেছে অন্যান্য অপরাধ৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ