[english_date]

পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন ওয়াহাব রিয়াজ

বিশ্বকাপে ভরাডুবির পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একের পর এক পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেটে। দেশটির সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে নিয়োগ দেয়।

প্রধান নির্বাচক হিসেবে ওয়াহাব রিয়াজের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ায় ১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এরপর পাকিস্তান ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে ওয়াহাব রিয়াজ বলেন, ‘জাতীয় পুরুষ দলের নির্বাচক কমিটির প্রধান হতে পেরে আমি সম্মানিত এবং এই দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের প্রতি কৃতজ্ঞতা জানাই। ক্রিকেট সংক্রান্ত বিষয়ে প্রাক্তন খেলোয়াড়দের সম্পৃক্ত করার সিদ্ধান্ত প্রশংসনীয় এবং আমি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে ইচ্ছুক।’

 

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিটির প্রধান হওয়া একটি চ্যালেঞ্জিং কাজ। আমাদের সামনে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর আছে, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ আছে। যেটা আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ইউনিট তৈরি করতে সহায়তা করবে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজেও কাজে দিবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ