৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচ নম্বরে উঠে এল এভার্টন

লুকাকুর জোড়া গোল ৷ সেই সুবাদেই দু-দু’বার পিছিয়ে পড়ার পরেও ওয়েস্ট ব্রমউইচকে হারিয়ে দিল এভার্টন৷ প্রিমিয়র লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রমউইচকে ৩-২ গোলে হারিয়েছে এভার্টন৷ লুকাকু ছাড়া দলের হয়ে বাকি গোলটি করেন এ কোনে৷এই ম্যাচ জয়ের পরে সাত ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে ইপিএলে টেবিলে পাঁচ নম্বরে উঠে এল এভার্টন৷

বিরতির আগে এক গোলে এগিয়ে ছিল ব্রমউইচ৷ ম্যাচের ৪১ মিনিটে গোল করেন এস বেরাহিনো৷ বিরতির পরেই ফের গোল করে  ব্রমউইচ৷ এবার গোল করেন ডসন ৷ তখন মনে হয়েছিল নিশ্চিত হারতে চলেছে এভার্টন৷ কিন্তু ফুটবল দেবতা বোধহয় অন্যকিছু ভেবেছিলেন৷ ম্যাচের ৫৫ মিনিটে লুকাকু প্রথম গোল করে দলের পক্ষে ব্যবধান কমান৷ ৭৫ মিনিটে কোনে গোল করে এভার্টনকে সমতায় ফেরান৷ এরপরও অনেক নাটক বাকি ছিল৷ ৮৪ মিনিটে লুকাকু গোল করে কোচের মুখে হাসি ফোটান৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ