পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি নগরীর মুরাদপুর আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রুবেল শীল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরীর সঞ্চালনায় সভায় উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।
বক্তব্য রাখেন সহ—সভাপতি অধ্যাপক অর্পণ ব্যাণার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, এডভোকেট নিখিল দেব নাথ, প্রিয়তোষ ঘোষ রতন, প্রিয়লাল গোস্বামী, বাবুল দে, চন্দন দেব নাথ, অজয় শীল, তাপস চন্দ্র শীল, বিকাশ চন্দ্র শীল, লিটন দাস, যীশু নাথ, সঞ্জীব দাশ ভুট্টো, সজল দাশ, বাপ্পু দাশ, মিটু চৌধুরী, শান্তনু দাশ, সেন্টু দাশ, অনিক চৌধুরী, শম্ভু দাশ, মৃদুল দে, বিশ্বজিৎ শীল, দেবরাজ দাশ দেবু, মিঠু দে, রুবেল দেব, আনন্দ সেন আকাশ, অপু চক্রবর্তী, রুবেল দে, সজল শীল ও অন্যান্য নেতৃবৃন্দ।