লন্ডন: পর্নোগ্রাফি দেখতে অসুবিধা হলে জানান পর্নহাবকে। আপনিও পেতে পারেন পর্নোগ্রাফি দেখার জন্য আস্ত একটা ল্যাপটপ। ব্রিটেনের বছর ২১-এর এক ছেলেকে পর্নহাব উপহার দিয়েছে আস্ত একটা ল্যাপটপ। তবে হঠাৎ কেন এই ল্যাপটপ উপহার? ডেঞ্জেল নামের ওই যুবক নিজেই ট্যুইটারে জানিয়েছেন, “আমি একদিন বাড়িতে বসে পর্নোগ্রাফি দেখছিলাম। এমন সময় আমার মা দেখে ফেলেন আমায়। তাঁর পরেই মা ভেঙে ফেলেন আমার সাধের ল্যাপটপটি।” ভক্তের ভাঙা ল্যাপটপের ট্যুইট দেখেই পর্নহাব ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইস ট্যুইটার মারফত জানান, “আমরা একটা আস্ত ল্যাপটপ উপহার দেব ওঁকে।” সেই মতোই এদিন ল্যাপটপ হাতে পেয়েছেন ডেঞ্জিল এমনটাই জানা গিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 289