[english_date]

পরিচ্ছন্ন শহর নির্মাণে মাটিরাঙ্গা প্রশাসন ও সচেতন মহলের প্রতিকী উদ্যেগ

ইয়উসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি),

আর্থনিউজ২৪:খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যেগে ও মাটিরাঙ্গা পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় বাজার ব্যবসায়ীদের সর্বাধিক উপস্থিতিতে পরিচ্ছন্ন শহর নির্মাণে প্রতিকী পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান মাটিরাঙ্গা বাজারের বেগম ট্রেডার্স এলাকায় সর্বপ্রথম পরিত্যাক্ত কাগজ কুড়িয়ে তা বেলছা দিয়ে নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলে পরিচ্ছন্ন অভিযানের সুচনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, বাসযোগ্য, সুন্দর, পরিচ্ছন্ন পরিবেশ তৈরি ও নির্দিষ্ট স্থানে প্রতিদিনের বৈর্জ্য ফেলতে শহরবাসীকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যেগ নেয়া হয়েছে। ব্যতিক্রমী এমন উদ্যেগের বিষয়ে উপজেল নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান জানান, মাটিরাঙ্গাবাসীর সহযোগীতা পেলে মাটিরাঙ্গা বাজারের উন্নয়নে ও মাটিরাঙ্গা বাজারকে পরিকল্পিত ভাবে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোন ধরনের সহায়তা দেয়া হবে। এ শহর আপনাদের, এর সৌন্দর্য্য রক্ষা করা আপনাদেরই দায়িত্ব, তাই নিজে সচেতন হউন আপনার পাশের ব্যবসায়ীকে সচেতন করুন উল্লেখ করে তিনি আবর্জনা মুক্ত শহর নির্মাণে সকল বাজার ব্যবসায়ীদের যেখানে সেখানে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে আহবান জানান।

এ সময় মাটিরাঙ্গা এসিল্যান্ড মো: ইমরুল কায়েস, মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহদাত হোসেন টিটু, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজী, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা দুদক কমিটির সভাপতি মো: আ: রহিম, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক আবুল হাশেম ভূইয়াসহ সর্বস্তরের সাধারণ মানুষ পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহন করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ