লালমনিরহাটের আদিতমারীতে শুক্রবার অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর মোবাইল এসএমএস’র মাধ্যমে লেখার অপরাধে পরীক্ষার্থী মার্ছিয়া সুলতানা বন্যাকে আটক করা হয়েছে। এ সময় ওই পরীক্ষার্থীকে সহযোগিতার অভিযোগে দুই শিক্ষককেও আটক করেছে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিএম মমিন।
আটককৃত শিক্ষকরা হলেন- কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, শুক্রবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বালিকা স্কুল ও কলেজ কেন্দ্রের বাহির থেকে পরীক্ষার্থী মার্ছিয়া সুলতানা বন্যাকে মোবাইল ফোনের মাধ্যমে উত্তর সরবরাহ করা হয়। পরীক্ষা শেষ সময়ে একই কেন্দ্রের আরেক পরীক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। এ সময় বন্যা কৌশলে তার মোবাইল ফোনটি অন্যত্র সরিয়ে ফেলেন। বন্যাকে সহযোগিতার অভিযোগে দুই শিক্ষককে আটক করা হয়েছে।
কান্তেশ্বর বর্মন বারিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে হাজির করা হবে।’ তিনি আরও জানান, কে কী পরিমাণ দোষী তার ওপর নির্ভর করে মোবাইল কোর্টে পরিচালনা করা হবে।’