[english_date]

পরমানু যুদ্ধের সন্ধিক্ষণে রাশিয়া ও ব্রিটেন

পরমানু যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে রাশিয়া ও ব্রিটেন। আগামী এক বছরের কম সময়ের মধ্যে রাশিয়ার ওপর পরমাণু হামলা করতে পারে ব্রিটেন,এমনটাই জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাবেক মহাসচিব রিচার্ড শিরেফ। তিনি বলেছেন, স্নায়ুযুদ্ধ পরবর্তী নীতিকে কেন্দ্র করে এ যুদ্ধ শুরু হতে পারে ।

শিরেফ নিউ ইয়র্কে বুধবার তার লেখা ‘২০১৭ ওয়ার উইথ রাশিয়া’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে পরমাণু যুদ্ধের জোর আশঙ্কা তুলে ধরেন।তিনি বলেন, ক্রিমিয়া পরিস্থিতি রাশিয়া ও পশ্চিমাদের ভেতরকার স্নায়ুযুদ্ধ পরবর্তী মীমাংসিত ইস্যুগুলো ধ্বংস করে দিয়েছে এবং এ কারণে কয়েক মাসের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।

সাবেক মহাসচিব আরও বলেন, ”রাশিয়া প্রথমে ২০১৭ সালের মে মাসের দিকে লাটভিয়াতে আগ্রাসন চালাবে এবং এর জের ধরে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর সংঘর্ষ শুরু হবে। রাশিয়া পূর্ব ইউক্রেন দখল করে নিতে পারে এবং ন্যাটোকে মোকাবেলার জন্য ক্রিমিয়া থেকে করিডর সৃষ্টি করে বাল্টিক রাষ্ট্রগুলোতে হামলা চালাতে পারে। রাশিয়া এ কাজ করতে পারে তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য।’

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ