অস্তিত্ব রক্ষার খাতিরে যদি আমাদের পরমাণু অস্ত্র ব্যবহার করতে হয়, তাহলে করব৷ নাম না করেই বুধবার ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ৷
এদিন পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রার্থনা করি যেন এমন পরিস্থিতি যেন তৈরি না হয়৷ তবে যদি প্রয়োজন পড়ে, তাহলে অস্তিত্ব রক্ষার খাতিরে পরমাণু অস্ত্র ব্যবহার করব আমরা৷’ আসিফ অভিযোগ করেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসবাদীদের মদত দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে ভারত৷’ এর পরেই পাকিস্তান যে আত্মরক্ষার ক্ষমতা রাখে সেই হুঁশিয়ারি ফের শোনা যায় পাক প্রতিরক্ষামন্ত্রীর মুখে৷ তিনি আরও বলেন, পরমাণু অস্ত্র কেবল সাজিয়ে রাখার জন্য নয়৷ এটা একটা রক্ষাকবচ৷
প্রসঙ্গত, কয়েকদিন আগে পাকিস্তানের এক টিভি চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন পাক সেনা প্রধান মুশারফ বলেছিলেন, ‘‘মুসলিম লিগ নেতা চৌধুরি শুজাত হুসেনের ঢংয়ে বললে বলতে হয়, আমরা কি পরমাণু অস্ত্র সবেবরাতের জন্য সাজিয়ে রেখেছি? আমরা পরমাণু শক্তি ব্যবহার করতে চাই না৷ কিন্তু আমাদের অস্তিত্ব বিপন্ন হলে পরমাণু অস্ত্র ভাঁড়ারে পুড়ে রাখার অর্থ কী?’’