সকাল থেকে পরপর চারবার কেঁপে উঠল নেপাল। বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়েছে গোটা নেপাল জুড়ে। যার মাত্রা ছিল ৪ ধেকে ৫.২। ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে এই নিয়ে মোট ৩২০ বার আফটারশকে কেঁপে উঢল নেপাল।
কাঠমান্ডু থেকে সাত কিলোমিটার দূরে রাজকোটে প্রথম কম্পনটি অনুভূত হয়। যার মাত্রা ছিল ৪.৪। এরপর ৬ টা ১৪ তে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়। তিব্বতের সীমান্ত অঞ্চলে অনুভূত হয় চতুর্থ কম্পনটি। সকাল আটটা নাগাদ সেই কম্পন হয়। ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮,৮০০ জনের।
পোস্টটি যতজন পড়েছেন : 144