পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের কবর জিয়ারত করেছেন।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে যান খালেদা জিয়া। এ সময় তিনি সমাধির পাশে দাঁড়িয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। সমাধি চত্বরে আয়োজিত মিলাদ মাহফিলেও অংশ নেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতাসহ অনেক নেতা-কর্মী।
জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার আগে বনানীতে ছোট ছেলে আরাফাত রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। সেখানে আরাফাতের কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আরাফাতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান। ২৭ জানুয়ারি তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 171