[english_date]

পবিত্র শবে বরাত উপলক্ষে জিয়া-কোকোর কবর জিয়ারত করলেন খালেদা

পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের কবর জিয়ারত করেছেন। 

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে যান খালেদা জিয়া। এ সময় তিনি সমাধির পাশে দাঁড়িয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। সমাধি চত্বরে আয়োজিত মিলাদ মাহফিলেও অংশ নেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতাসহ অনেক নেতা-কর্মী। 

জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার আগে বনানীতে ছোট ছেলে আরাফাত রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। সেখানে আরাফাতের কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আরাফাতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। 

গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান। ২৭ জানুয়ারি তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ