চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় আলেয়া হাসান (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বড়য়িলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন।
আলেয়া হাসান কক্সবাজারের চকরিয়ার ফরিদ আহমদের স্ত্রী।
আলেয়া হাসানকে ধাক্কা দেওয়ার পর ট্রাকটির সঙ্গে তেলবাহী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। পুলিশ গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, অফিস শেষে প্রতিদিনের মত বাসায় ফিরতে আমজুর হাটের মোড়ে এসে অপেক্ষা করছিলেন আলেয়া হাসান। এসময় চট্টগ্রামমুখী ট্রাক (চট্টমেট্রো ড-১১-১২৩৮) আলেয়াকে ধাক্কা দিলে তিনি বেশ কিছু দূরে গিয়ে পড়েন। পরে পিকআপটি নিয়ন্ত্রণ হারালে পটিয়ামূখী তেলবাহী ট্রাকের (চট্টগ্রাম ড-০১-০০৪৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে গুরুতর আহত অবস্থায় আলেয়াকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
বিকেল পাঁচটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।