১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় লবণবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষ, ৫ জন আহত

চট্টগ্রামের পটিয়ায় লবণবাহী ট্রাকের সাথে শ্যামলী পরবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় মহাসড়কের পটিয়া ইন্দ্রপোল এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের চার যাত্রী ও ট্রাকের চালক আহত হয়।
আহতরা হলেন, শ্যামলী পরিবহনের যাত্রী মোঃ মামুন (১৯), মেহেরাব (২১), গিয়াস উদ্দিন (৪৫), মোঃ ইমরান (২৪) ও ট্রাকের চালক মোঃ জয়নাল (২৪)।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে প্রাথমিক চিকিৎসা দিলে ট্রাক চালক জয়নালের অবস্থা আশংকাজনক হওয়ায় থাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান।
জানাগেছে, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ছেড়ে আসা লবণ বোঝায় ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক চালকের মুখের এক পাস থেতলে যায়।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান থানার ওসি মোঃ জসিম উদ্দিন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ