[english_date]

পঞ্চাশে পা রাখলেন বজরঙ্গি ভাইজান

১৯৬৫ আজকের এই দিনে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন সালমান খান। গত তিন দশক ধরে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।  

আজ ২৭ ডিসেম্বর পঞ্চাশ বছরে পা রাখলেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা বলিউড সুপারস্টার খ্যাত সালমান খান! আর তার ‘পঞ্চাশ’ নিয়ে ভক্ত অনুরাগী আর মিডিয়া কর্মীদের অপার ভালোবাসায় মুগ্ধ তিনি। 

সালমান খান। ১৯৮৮ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভনয়ের মাধ্যমে। সেই সময়ে তুমুল জনপ্রিয় অভিনেত্রী রেখার সঙ্গে অভিনয় করেছিলেন খান। অবশ্য, তার অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র তার ঠিক পরের বছরেই। ছবির নাম ‘মেনে পেয়ার কিয়া’। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার অর্জন করে নেন। এরপর থেকে নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন। এরমধ্যে সাজান (১৯৯১), হাম আপকে হ্যায় কোন(১৯৯৪), কারণ অর্জুন (১৯৯৫), জড়ুয়া (১৯৯৭), পিয়ার কিয়া তো দারনা কিয়া (১৯৯৮) এবং বিবি নাম্বার ওয়ান। 

তবে সালমান খান তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটালেন চলতি বছরেই। কারণ এইবারই প্রথম তিনি বলিউডের কোনো ছবিতে অভিনয় করে সর্বজনের প্রশংসা আদায় করে নিলেন ‘বজরঙ্গি ভাইজান’ ছবির মধ্য দিয়ে। শুধু প্রশংসায় নয়, ছবিটি বলিউডের ইতিহাসে রেকর্ড পরিমাণ ব্যবসাও করে ফেলেছে। এরইমধ্যে আয়ের দিক থেকে বলিউডের ইতিহাসে দ্বিতীয় অবস্থানে আছে ছবিটি। অন্যদিকে এই বছরেই আরেকটি রেকর্ড করলেন সালমান। গত মাসে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি মুক্তির পর তাও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বলিউডে প্রথম কোনো অভিনেতা হিসেবে এককভাবে পাঁচশো কোটি টাকা অর্জন করা নায়ক হিসেবেও সালমান লিখিয়ে নিলেন তার নাম। 

নিজ দক্ষতা আর অভিনয়ে শুধু ভারতীয়রাই নয়, বলিউড এই সুপারস্টারের ভক্ত অনুরাগী আজ বিশ্বব্যাপী। তিনি যখন বিদেশ বিভুঁয়ে যান, তখনও ভারতীয়দের মত অসংখ্য ভক্ত অনুরাগীরা ছুটে আসেন।  সাধারণ মানুষের ভালোবাসায় তিনি আজ আপ্লুত।   

এই বয়সে এসেও তাই তিনি অভিনয় ছাড়া অন্যকিছু ভাবেন না।  আর এরজন্য গত পঁচিশ বছরে অন্তত ৮০টি বিচিত্র চরিত্রের হয়ে অভিনয় করেছেন, আর মানুষের ভালোবাসা অর্জন করেছেন।    

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ