১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে মহালয়ায় নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

রোববার (২৫ সেপ্টম্বের) দুপুর আড়াইটার সময় মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহালয়া পূজা উপলক্ষে করতোয়া নদীতে নৌকায় পার হচ্ছিলেন প্রায় ১০০’র বেশি সনাতন ধর্মের মানুষ। নৌকাটি নদীর মাঝ খানে গেলে মোড় নেওয়ার সময় ডুবে যায়। এসময় উপস্থিত জনগণ প্রশাসনসহ স্থানীয়ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলে মোট ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন। এসআই শওকত আরও জানান, এখনো আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এদিকে বোদা উপজেলা নির্বাহীক কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অন্যদের খুঁজতে অভিযান অব্যাহত রেখেছে।

রাত ৭টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ