[english_date]

নড়াইল সদরে সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

নড়াইল সংবাদদাতা:

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামে আব্দুর রাজ্জাক মল্লিক (৭০) নামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। সোমবার ২৪ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত মাজেদ মল্লিকের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামালপ্রতাপ গ্রামের নিজ বাড়ির ঘরে বসে ছিলেন রাজ্জাক মল্লিক। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। মাগরিবের নামাজ পর নামাজের পাটিতে বসে ছিলেন তিনি, সেখানে বসা অবস্থায়ই তাকে হত্যা করা হয়।

স্থানীয় বাসিন্দা কাজী নাজমুল হোসেন জানান, সন্ধ্যার পর রাজ্জাক মল্লিকের স্ত্রী পাশের বাড়িতে টিউবওয়েলে পানি আনতে যান। বাড়িতে এসে দেখেন স্বামীর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই রাজ্জাক মল্লিকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ