মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাবুপুর-শ্রীপুর গ্রামের বাসিন্দা কামাল হোসেনের পরিবারকে প্রভাবশালী মহল কর্তৃক গৃহবন্দী করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগির অভিযোগ প্রতিবেশী জার্মান প্রবাসী শেখ ছোটন এর নেতৃত্বে তার শ্যালক মাসুদ ও বড় ভাই খোরশেদ আলম তাদের গৃহবন্দী করে রাখে।
ভুক্তভোগি কামাল হোসেন পরিবারের অভিযোগ, তাদের পরিবারকে বাড়ির জায়গা বিক্রি করতে বিভিন্নভাবে জোর-জবরদস্তি ও হুমকি প্রদর্শন করে আসছে প্রতিবেশী জার্মান প্রবাসী শেখ ছোটন এর নেতৃত্বে তার শ্যালক মাসুদ ও বড় ভাই খোরশেদ আলম ।কিন্তু তারা জায়গা বিক্রি করতে অস্বীকৃতি জানালে তাদের বাড়ির যাতায়াতের পথে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেয় এবং বাড়ির চারপাশে টিন ও জাল দিয়ে ঘেরাও করে রাখে।
ভুক্তভোগী জানায়, উপযুক্ত বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করে।