মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছিলাদী গ্রামে জ্বর,সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে করোনার উপসর্গ নিয়ে মোঃ জুয়েল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তি,তার স্ত্রী,মা ও অপর এক আত্মীয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য। ওই বাড়ির দুইটি পরিবারকে লকডাউন ঘোষণা করে লাল পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। মৃত্যুবরণকারী জুয়েল ছিলাদী গ্রামের নতুন মোল্লা বাড়ির মৃত মোঃ শাহাজাহানের ছেলে।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ওই যুবক বিগত কয়েকদিন যাবত জ্বর,সর্দি,কাশিতে আক্রান্ত ছিলো। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে বাড়িটির দুইটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং মৃত ব্যক্তি সহ চার জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রেরণ করা হয়েছে।