মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনীর খাজা হাফেজ মহিনউদ্দিন হকার্স মার্কেটে আগুন লেগে ১০ দোকান পুড়ে যায়।
গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাজা হাফেজ মহিনউদ্দিন হকার্স মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।এতে স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে।পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কজ করে। এতে মার্কেটের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ঘটানর সত্যতা নিশ্চিত করে জানান, ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা এটি বৈদ্যুতিক শর্টসার্কিটের মধ্যমে হতে পারে।