২০১৬ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন মার্কিন বিদেশসচিব জন কেরি এবং ইরানের বিদেশমন্ত্রী জাওয়াদ জারিফ৷ এমনটাই জানালেন সুইডেনের ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা এসআইপিআরআই’র পরিচালক৷
ইরানের সঙ্গে ছয় দেশের পরমাণু চুক্তির পরই এদিন এই মন্তব্য করেন এসআইপিআরআই’র নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্র বিস্তাররোধ বিষয়ক পরিচালক তারিক রউফ৷
বহু বাধা পেরিয়ে ইরান ও ছ’টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পরমাণু চুক্তি৷ নতুন এই চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু ক্ষেত্রগুলি নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে সম্মত হয়েছে তেহরান সরকার৷ তবে শুধু পরমাণু কেন্দ্র নয়, ইরানের সামরিক ক্ষেত্রগুলিতেও রাষ্ট্রসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার থাকবে৷তবে এই পরিদর্শনকে অযৌক্তিক বলে মনে করলে তাকে চ্যালেঞ্জ করতে পারবে ইরান প্রশাসন৷