[english_date]

নৈশকোচ থেকে নামিয়ে পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় নৈশকোচ থেকে নামিয়ে আজহারুল হক (২৮) নামের এক পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক ২জনকে আটক করেছে। বুধবার দিবাগত গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজহারুল হক ময়মনসিংহ জেলা সদরের বাতিবরোরা গ্রামের মকবুল আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিওড়া ইউনিয়নের হালদারমুড়া গ্রামের সবুজ নামের এক যুবক প্রায় ১৫ দিন আগে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখি বিশাল পরিবহনযোগে চিওড়া থেকে ঢাকা যান। পথিমধ্যে ওই যুবকের সঙ্গে ওই বাসের এক হেলপারের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাতে ওই পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ভ-১১-০০৪৩) চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে রাত ৩টার দিকে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় আসার পর সবুজ ও তার লোকজন রাস্তায় একটি পাওয়ার টিলার রেখে বাসটিকে ব্যারিকেড দিয়ে থামান। কিন্তু যুবক সবুজের সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িত হেলপার ওই বাসে ছিল না। বাসটির দরজায় থাকা আরেক হেলপার আজহারুল হককে টানা-হেচড়া করে বাস থেকে নামিয়ে এলোপাতারি পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রাম এলাকায় মারা যায়।

এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা আজহারুলের লাশ নিয়ে বৃহস্পতিবার সকালে চিওড়ায় মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নয়ন ও জিয়াউদ্দিন নামের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ