[english_date]

নেপালে বিধ্বস্ত বিমানে বিদেশি যাত্রীরাও ছিলেন

নেপালের পোখারায় ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ছিলেন। ক্রু ৪ জন। আজ রোববার (১৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে। বিধ্বস্ত উড়োজাহাজে বিদেশি যাত্রীরাও ছিলেন। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

 

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন ভারতীয়। অন্যদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কাঠমান্ডু পোস্ট বলছে, যাত্রীদের মধ্যে ৬২ জন প্রাপ্তবয়স্ক। বাকি ৬ জন শিশু।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিমানটিতে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ১ জন আইরিশ, ২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন বলে নেপাল বিমানবন্দরের কর্মকর্তা জানিয়েছেন।

নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএএন) বলছে, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যায়। উড়োজাহাজটি আকাশে ওড়ার প্রায় ২০ মিনিটের মধ্যে পোখারায় বিধ্বস্ত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ