[english_date]

‘নেপচুন রিং’ আবিষ্কারক আন্দ্রে বার্হিক আর নেই

চলে গেলেন ‘নেপচুন রিং’ আবিষ্কারক আন্দ্রে বার্হিক। ৭৩ বছর বয়সে মারা গেছেন ফ্রান্সের এই মহাকাশ গবেষক। ১৯৮৪ সালে নিজ দলকে নিয়ে প্রথমবারের মত নেপচুনের রিং আবিষ্কার করেন তিনি। এই রিংগুলোতে তিনি ‘ইকুয়ালিটি’, ‘ফার্টার্নিটি’ এবং ‘লিবার্টি’ নাম দেনে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কস হল্যান্ডে তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, বার্হিক জানতেন কিভাবে মহাকাশের রহস্যকে সহজে ব্যাখ্যা করা যায়।

এদিকে বার্হিকের প্রকাশক ও বন্ধু ওডিলে জেকব জানান, সে চমৎকার এক মানুষ। তিনি অসাধারণ উষ্ণ, গভীর এবং খাঁটি একজন গবেষক। সেই সাথে তিনি চমৎকার একজন গল্প বলার মানুষ এবং লেখক।

প্যারিসে পরমাণু ও বিকল্প শক্তি কমিশন ও প্যারিস বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন। নিজ দেশের জন্য নাসার সহায়তায় বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি।

তার অবদানের কথা স্মরণ করে একটি গ্রহাণুর নাম বার্হিক রাখা হয়।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ