২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেতা কর্মীদের সুসংবাদ দিলেন ফখরুল

তৃণমূলে সামাজিক সম্প্রীতি ও গণতন্ত্র ধ্বংস করতেই সরকার দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।[ad id=”28167″]

আজ রোববার দুপুর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। কাউন্সিলের মাধ্যমে দলের বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কাউন্সিল ও জেলা সস্মেলনের মাধ্যমে আমাদের সাংগঠনিক তৎপরতা বেড়েছে, নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ও নয়াপল্টন কার্যালয়েও নেতাকর্মীদের ভিড় বেড়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করে দেওয়া হয়েছে। সব কমিটিগুলোও গঠন করা হয়েছে। তারা পুরোদমে কাজ শুরু করেছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন গণতন্ত্রের জন্য সহায়ক ভূমিকা হবে না। এ ব্যাপারে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একটি চিঠি দিয়েছেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিরোধীদলের সঙ্গে আলাপ আলোচনায় বসবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ