ঘরের মাঠে বিশ্বকাপে লজ্জাজনক হারের পর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও ব্রাজিল ছিটকে গিয়েছিল পেনাল্টি শ্যুটআউটে৷ স্কোলারির জুতোয় পা গলানো দুঙ্গা ব্রাজিলকে কোপার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলিতে জেতালেও, বড় মঞ্চে সাফল্য দিতে পারেননি৷
কোপায় নেইমারের নির্বাসনের পরেই ব্রাজিল আর জিততে পারেনি৷ ঠিক একই ভাবে বিশ্বকাপেও নেইমার চোটের জন্য ছিটকে গিয়েছিলেন৷ তারপ ব্রাজিলের আর জেতা হয়নি৷ তাহলে হলুদ জার্সিধারীরা কী সম্পূর্ণ নেইমার নির্ভর? এই কথা শুনেই খেপে গেলেন নেইমারের সতীর্থ উইলিয়ান৷
চেলসির প্লেমেকার উইলিয়ান বলছেন,‘ এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে নেইমার আমাদের কি ম্যান৷ কিন্তু ও ছাড়াও আমাদের দলে অনেক ভালো ফুটবলার রয়েছে৷ একটা বিষয় বুঝতে হবে সকলকে, ক্লাবে ফুটবলাররা একে অপরকে অনেক বেশি জানা বোঝার সুযোগ পায়৷ কারণ দীর্ঘদিন তাঁরা একসঙ্গে থাকার সুযোগ পায়৷ জাতীয় দলে আমরা মাত্র কয়েকটা দিনই পাই প্র্যাকটিসের জন্য৷ তবুও সবাই সেরাটা দেওয়ারই চেষ্টা করে৷ এটাই স্বাভাবিক৷ ফলে ক্লাব ও জাতীয় দলের পারফম্যান্সে পার্থক্য হয়ে যায়৷ শুধু নেইমার নয় এটা মেসি-রোনাল্ডোর সঙ্গেও হয়৷’