ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডর নেইমারকে দলে নিতে গত গ্রীষ্মের দল বদলের বাজারে প্রস্তাব দিয়েছিল। নেইমারের বাবা ফক্স স্পোর্টসের কাছে এই খবর নিশ্চিত করেছেন।
নেইমারের বাবা তার এজেন্ট হিসেবে দায়িত্ত্ব পালন করেন। ম্যানইউ থেকে যে প্রস্তাব এসেছিল এবারের গ্রীষ্মের দলবদলের বাজারে সেটা নিশ্চিত করে তিনি বলেন, বার্সেলোনা পরিচালকরা আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল। তারা জানায় ম্যানইউ একটা প্রস্তাব দিয়েছে কিন্তু তাদের সেটা গ্রহণ করতে কোনো আগ্রহ নেই। আমরাও বলি আমাদেরও নেই, এবং এখানেই এই ঘটনার ইতি ঘটে। নেইমারের বাবা এই প্রস্তাবের বিস্তারিত কোনোকিছু বলেননি। তবে ইংল্যান্ডের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নেইমারের জন্য ২৪০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে[review] প্রস্তুত ছিল ওল্ড ট্রাফোর্ডের দলটি।
পোস্টটি যতজন পড়েছেন : 122