নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও ভারতের সংবাদ সংস্থা পিটিআইও থেকে এ খবর জানা যায়।
পশ্চিমবঙ্গের কারা ও পুলিশ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেলে নূর হোসেনকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হয়। পরে বিএসএফ সদস্যরা তাকে বেনাপোলের দিকে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন, সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ বেনাপোল স্থল বন্দরে প্রস্তুতি নিয়ে আছেন।
এ ছাড়া বেনাপোলের ইমিগ্রেশনে যশোরের পুলিশ সুপার অনিসুর রহমান, বিজিবি কর্মকর্তা মেজর লিয়াকত আলী, পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ও ইউএনও আব্দুস সালাম সেখানে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যা করা হয়। ঘটনার পর শীতলক্ষ্যা নদীতে নিহত সাতজনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন।