১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নুসরাতের নামে ‘সন্ধ্যান চাই’ পোস্টার

বিতর্ক পিছু ছাড়ছে না টালিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ নুসরাত জাহানের। কিছুদিন আগেই ঈদের শুভেচ্ছা জানিয়ে বিতর্কের শিকার হয়েছিলেন তিনি। এবার তার নির্বাচনী এলাকার জনগণ ও সেখানকার তৃণমূল কর্মীদের কটাক্ষের শিকার হলেন এই তারকা সাংসদ। এলাকার বিভিন্ন স্থানে সংসদ নুসরাত জাহানের সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয়েছে। তাতে লেখা, ‘এমপি নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সবশেষ লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা আসনে জিতেছিলেন নুসরাত। কিন্তু ভোটের পর তাকে আর কখনো এলাকায় দেখেননি ভোটাররা। আর এতেই ক্ষেপেছেন তারা।

নুসরাত নিখোঁজের পোস্টার
সন্ধান চাই পোস্টারের নিচে কোথাও লেখা প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ, কোনটায় প্রতারিত জনগণ, আবার কোনোটায় লেখা এলাকার জনগণ। যদিও তৃণমূলের নেতাকর্মীরা পোস্টারগুলো দেখা মাত্রই ছিঁড়ে ফেলেছেন।

ছেলের ধর্ম নিয়ে যা বললেন নুসরাতছেলের ধর্ম নিয়ে যা বললেন নুসরাত
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোস্টারে লেখা কথাগুলো একদম ঠিক। ভোট দেওয়ার পর থেকে সংসদকে আমরা কখনো গ্রামে দেখতে পাইনি। তাই তারা মনে করছেন, সংসদ নুসরাত জাহান কোথাও হারিয়ে গেছেন। তার সন্ধান পেতে এলাকার একশ্রেণির মানুষ এই পোস্টার লাগিয়েছেন।

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত
এদিকে পোস্টারকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি ওই এলাকার বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকার। তিনি বলেন, ‘সংসদ টিকটক আর সিনেমার পর্দায় রয়েছেন। অন্তরাল থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন।’

সিপিএম নেতা ইমতিয়াজ হোসেন বলেছেন, ‘নুসরাত জাহানকে ভোট দিয়ে জনগণ প্রতারিত হয়েছেন। তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি।’ সূত্র: এবিপি বাংলা।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ