সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া থানার উদ্যোগে নিরাপদ সড়ক সম্পর্কে শিক্ষাথীদের মাঝে সচেতনতামূলক মতবিনিময় সভা সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে ১৫ জানুয়ারী বুধবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নেজাম উদ্দীন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিজানুর রমানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার টিআই মোহাম্মদ মোখলেচুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসাইন আল হিসাম মোহাম্মদ জাবেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সদস্য আবু ছালেহ, বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদ সোলতানা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নিসমা, গৌরব কুমার রায় প্রমুখ।