[english_date]

নিরাপত্তা শংকার কথা আগেই বলেছিল যুক্তরাষ্ট্র [ভিডিওসহ]

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশে বিদেশীদের ওপর আক্রমণের বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ছিল। তাই নিরাপত্তা নিয়ে আশংকার কথা যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে আগেই জানিয়েছিল।

জাতীয় প্রেস ক্লাবে সোমবার মিট দ্যা প্রেসে এসব কথা বলেন তিনি।

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বর্তমানে সরকার বিদেশীদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এখন আমরা নিরাপদ বোধ করছি।

বার্নিকাট বলেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসআইএলের সম্ভাব্য উত্থান ঠেকানোর উদ্যোগ নেয়াটা জরুরি হয়ে পড়েছে। এই ধরনের হুমকি অবহেলা করা উচিত নয়। বাংলাদেশে আইএসআইএলের কোনো অস্তিত্ব রয়েছে কিনা তা যুক্তরাষ্ট্র যাচাই করবে।

যুক্তরাষ্ট্রের রেড এলার্ট জারির বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটা তো আমাদের দায়িত্ব। আমরা শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে রেড এলার্ট জারি করেছি। আমরা কাউকে এদেশে আসতে নিষেধ করিনি বা কাউকে বাংলাদেশ ছেড়ে চলে যেতেও বলিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিক্যাব সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক বশির আহমেদ।

উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীতে এক ইতালীয় নাগরিক এবং শনিবার রংপুরে জাপানি নাগরিককে খুন করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ড নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

খুনের দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) নামের একটি জঙ্গিগোষ্ঠি বিবৃতি পাঠিয়েছে বলে জানিয়েছে জঙ্গি সংগঠনগুলোর উপর নজরদারি রাখা একটি গ্রুপ। তবে বাংলাদেশ সরকার আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই বলে জোর দাবি জানিয়েছে।

এদিকে, গতকাল রোববার সকালে জাতিসংঘ সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই বিদেশী নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের মদদ থাকতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ