প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ও র্যাব কর্মকর্তারা। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেও চোখে পড়েছে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া তিন দিনের সফরে গতকাল সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গতকাল রাতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আজ মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান, গত শুক্রবার রাতে প্যারিসে জঙ্গি হামলায় অন্তত ১৩০ জন নিহত হওয়ার পর সারাদেশের নিরাপত্তা আরো জোরদার করা হয়। বিশেষ করে গুলশান-বারিধারার কূটনীতিকপাড়ার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলার কারণে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি ফোর্স। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। তাছাড়া সচিবালয়, উচ্চ আদালত ও পুলিশ সদর দফতরসহ গুরুত্বপূর্ণ সব স্থানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যার ফলে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে জাতীয় সংসদ ভবন ও সচিবালয়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা। গোটা শহরে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। মোড়ে মোড়ে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেয়া হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ও ওয়েস্টিন সংলগ্ন সব ব্যবসা প্রতিষ্ঠান। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে গোটা মহানগরীতে নজরদারি চালাচ্ছেন ডিবি, র্যাব, সিটি এসবি, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। প্রস্তুত রাখা হয়েছে ডিবি ও র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে।
গোয়েন্দা সূত্র জানায়, নেদারল্যান্ডসের রানি হোটেল সোনারগাঁও ও অস্ট্রেলিয়া ফুটবল টিমের সদস্যরা গুলশানে ওয়েস্টিন হোটেলে অবস্থান করছেন। এই দুটি পাঁচতারকা হোটেল ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইভাবে জোরদার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা। জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা গত মাস থেকেই জোরদার রয়েছে। প্যারিসের ঘটনার পর বাড়তি সতর্কতা পালন করা হচ্ছে।
রাজধানীর প্রায় প্রতিটি থানা এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। সেখানে মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা আরোহী কিংবা সন্দেহভাজন পথচারীদের গতিরোধ করছে পুলিশ। তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তাছাড়া মহানগরীতে পুলিশ ও র্যাবের টহল ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়েছে র্যাব সদস্যরাও।
এ প্রসঙ্গে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মাথায় রেখে সারাদেশে র্যাবের টহল জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে র্যাব।