নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। মাথাপিছু আয়ের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে সংস্থাটি। বুধবার রাতে বিশ্বব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এরআগে বাংলাদেশের জাতীয় মাথাপিছু আয় ছিল এক হাজার ৪৫ ডলার। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০ ডলারে।
এ কারণে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের সারিতে উঠে এসেছে। প্রতিবছর জুলাই মাসের শুরুতে চারটি ক্যাটাগরিতে দেশগুলোর মূল্যায়ন করে বিশ্বব্যাংক।
পোস্টটি যতজন পড়েছেন : 254