কিছুদিন আগেই নিজেদের নেভিগেটিং অ্যাপে তাক লাগানো চমক এনেছে গুগল। এবার সেই ম্যাপ দেখার অ্যাপের সঙ্গে যোগ হচ্ছে স্ট্রিট ভিউ অ্যাপ। অর্থাৎ এবার থেকে গ্রাহকেরা নিজেরা তাঁদের তোলা ৩৬০ ডিগ্রির ছবি পোস্ট করতে পারবে। যা গুগল ম্যাপ তাদের নেভিগেটরে দেখাবে।
সূত্রের খবর, নতুন এই অ্যাপলিকেশনটি ইতিমধ্যেই গুগল প্লসা এবং আইওএস অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটিতে থাকছে একটি ৩৬০ ডিগ্রি কোনে ছবি তোলার জন্য একটি বিশেষ ক্যামেরা অপশন। থাকছে এক্সপ্লোর অপশান। যার মাধ্যমে গুগল থেকে অফিসিয়াল কনটেন্ট খোলা যাবে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৬