নিজেদের ল্যান্ডমাইনে উড়ে গেল আইএস জঙ্গি। ইরাকের সেনা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ইরাকের মাখমোর এলাকা দিয়ে যাচ্ছিল আইএস জঙ্গিদের একটি কনভয় যাচ্ছিল। সেইসময় বিস্ফোরণে উড়ে যায় কনভয়টি। ওই এলাকায় আইএস একটি ল্যান্ডমাইন রেখেছিল। জঙ্গিগোষ্ঠীর দুই স্থানীয় নেতার মৃত্যু হয়েছে। মৃত দুই জঙ্গির নাম আবু আব্দুল আজিজ ও আবু মালিক।
এর আগে ওই এলাকায় হামলা চালানোর সময় এই ল্যান্ডমাইন রাখা হয়েছিল। বর্তমানে সিরিয়ার বিভিন্ন জায়গাতেও ল্যান্ডমাইন রাখছে আইএসআইএস। গত মাসেই তারা পামেইরা দখল করেছে।
পোস্টটি যতজন পড়েছেন : 482























