বুন্দেশলিগায় আরও একবার নিজের জাত চিনিয়ে দিলেন রবার্ট লেওয়ানডস্কি৷একাই পাঁচ গোল করে জ্বালিয়ে দিলেন উল্ফসবার্গকে৷আর তাতেই ৫-১ ম্যাচ জিতে নিল বায়ার্ন মিউনিখ৷মঙ্গলবার বায়ার্নের ঘরের মাঠ অ্যালায়েন্জ এরিনা শুধুই লেওয়ানডস্কির ম্যাজিক দেখল মন্ত্রমুগ্ধের মতো৷এদিন ম্যাচের ২৬ মিনিটেই বায়ার্নকে পিছিয়ে দেন ড্যানিয়েল ক্যালিগিউরি৷প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা বায়ার্নের হয়ে দ্বিতীয়ার্ধে একাই পঞ্চবাণ ছুঁড়লেন লেওয়ানডস্কি৷তাও ন’মিনিটের ব্যবধানে৷
এদিন ৪৬ মিনিটে থিয়াগো আলকান্তারার বদলে লেওয়ানডস্কিকে নামান পেপ গুয়ার্দিওয়ালা৷আর তাতেই বাজিমাত৷মাঠে নামার ছ’ মিনিটের মধ্যে প্রথম গোলটি করেন তিনি।টমাস মুলারের পাসে প্রথম গোল করার এক মিনিটের মধ্যেই ডি বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোলটি করেন পোল্যান্ডের স্ট্রাইকার৷৫৫ মিনিটেই তাঁর হ্যাটট্রিক চলে আসে৷টানা দু’বার তাঁর শট বার ও গোলরক্ষক প্রতিহত করলেও তৃতীয় শটে লক্ষ্যভেদ করেন লেওয়ানডস্কি৷বায়ার্নের জার্সিতে কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন তিনি৷ ম্যাচের ৫৭মিনিটে ডগলাস কস্তার দুর্দান্ত ক্রসে ১২ গজ দূর থেকে জোরালো শটে চতুর্থ গোলটি করেন লেওয়ানডস্কি। এরপর ৬০ মিনিটে অসাধারণ ভলিতে বিপক্ষেক কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন৷১৯৭৭-এ ডায়টার মুলার এক ম্যাচে ছ’গোল করেছিলেন৷যা আজও রেকর্ড৷অল্পের জন্য এই রেকর্ড ছোঁওয়া বা ভাঙা হল না লেওয়ানডস্কির৷